Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Regarding distribution of spasms
Details

সম্মানীত ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নবাসী
যেহেতু মৌজার প্রস্থুতকৃত স্বত্ত্বলিপিতে ১৯৫৫ খ্রীঃ সনের প্রজাস্বত্ত্ব এর বিধিমালার ৩০ নং বিধি মোতাবেক দায়েরকৃত সকল আপত্তি ও ৩১ নং বিধি মোতাবেক দায়েরকৃত সকল আপীল মামলার শুনানী সমাপ্ত হইয়া সমূহ আদেশ তামিল হয়েছ এবং যেহেতু উক্ত বিধিমালার ৩২ নং বিধি অনুসারে রেকর্ড চুড়ান্তভাবে প্রস্তুত হয়েছে। সেই অনুসারে পর্যায়ক্রমে অত্র ইউনিয়নের সকল মৌজার চুড়ান্ত ছাপা পর্চা বিতরন করা হবে বলে সর্বসাধারণকে অবগত করান যাইতেছে। নিম্নে উল্লেখীত সময় এবং স্থানে পর্চা বিতরন করা হবে।

বিতরনের স্থানঃ ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদ
মৌজার নামঃ আলমপুর, জে.এল নং- ৯২ তারিখ ১৮/০৩/২০১৮ এবং ১৯/০৩/২০১৮ ইং
মৌজার নামঃ চুয়ারকান্দি, জে. এল নং- ৯০ তারিখ ২০/০৩/২০১৮ এবং ২১/০৩/২০১৮ ইং
সময়ঃ প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা হইতে বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত।
জমির মালিকগণ নিজ নিজ বর্তমান মাঠপর্চা সাথে নিয়ে আসবেন এবং দাগ খতিয়ানের সহিত মিলিয়ে নিজ নিজ নতুন ছাপা খতিয়ান সংগ্রহের জন্য অনুরোধ করা গেল। অনুরোধক্রমে মোঃ মোস্তাক আহমদ চেয়ারম্যান ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন, গোলাপগঞ্জ, সিলেট।
বিঃ দ্রঃ অবশিষ্ট মৌজার নাম ও বিতরনের তারিখ পরবর্তীতে পর্যায়ক্রমে জানানো হইবে।

Images
Attachments
Publish Date
12/03/2018
Archieve Date
18/04/2018